গ্রামীণ নারী উদ্যোক্তারাও ই-কমার্সে ঝুঁকছেন
ঘরে বসেই অনলাইনে পণ্য বেচাকেনা করছেন ক্রেতা-বিক্রেতারা। আর করোনাভাইরাস মহামারির সময়ে এর উপযোগিতা হাড়ে হাড়ে টের পেয়েছে মানুষ। বিশেষ করে নারী উদ্যোক্তারা তাঁদের পণ্যের বেশ বড় একটি অংশ এখন সরাসরি বাজারে বিক্রি না করে অনলাইনে বিভিন্ন ই–কমার্স প্রতিষ্ঠানের কাছে বিক্রি করছেন। এতে তাঁরা যেমন পণ্যের যথাযথ দাম পাচ্ছেন, তেমনি তাঁদের স্বাস্থ্যঝুঁকিও কমে গেছে।