পড়াশোনার পাশাপাশি উপার্জন করে আত্মনির্ভরশীল হোন
আমাদের দেশে পড়াশোনা শেষ হতে হতে যৌবনের অর্ধেক সময় শেষ। এরপর ভালো একটি চাকরি খুঁজতে খুঁজতে জুতা ক্ষয় হতে থাকে। তারপরও সবার ভাগ্যে চাকরি নামক সোনার হরিণ ধরা দেয় না। যার চাচা-মামার জোর আছে, কাড়ি কাড়ি টাকা আছে, চাকরি যেন তারই প্রাপ্য। তাই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে কিছুটা সময় লেগে যায়। মাঝখানের পথটায় অনেককেই বেকার থাকতে হয়। ব্যর্থতার সার্টিফিকেট ঝুলিয়ে চরম হতাশায় ভুগতে হয়। এজন্য ছাত্রাবস্থা থেকে কিছু করা উচিৎ।